বগুড়ায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

মোট দেখেছে : 203
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ছবি প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়া শহরের বৃন্দাবন দক্ষিণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর এবং নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী মোঃ রাজিবুল হক মিল্টন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

​ঘটনাটি ঘটে গত ২৭ সেপ্টেম্বর, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মিল্টনের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে অভিযুক্তরা নিয়মিত মাদক সেবন করত। বাদীর স্ত্রী মোছাঃ সোনিয়া বেগম (৩৫) তাদের মাদক সেবনে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

​অভিযোগ অনুযায়ী, মোঃ রাফি (৩৫), তার ভাই মোঃ রিংকু (৩৫), মোঃ রিমু (২৭) এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে মিল্টনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সোনিয়া বেগমকে মারধর করে এবং তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় বাড়ির জানালা, রান্নাঘর ও শোবার ঘরের কাচ এবং সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়, যাতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। ভাঙা কাচের আঘাতে তাদের আট বছর বয়সী ছেলে সামি আহত হয়।


​মামলার বাদী আরও অভিযোগ করেন, হামলাকারীরা সোনিয়া বেগমের গলা থেকে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাটি বাড়ির সিসি ক্যামেরায় ধারণ করা আছে বলে বাদী জানিয়েছেন।

​এই ঘটনায় গত ৪ অক্টোবর মোঃ রাজিবুল হক মিল্টন বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা (নং-১৮) দায়ের করেন।

​এদিকে, অভিযুক্তদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৃন্দাবন দক্ষিণপাড়ার প্রায় ৮০ জন বাসিন্দা গণস্বাক্ষর করে প্রশাসনের কাছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা লিখিতভাবে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন।

আরো দেখুন

সর্বশেষ ফটো