বগুড়ায় র‍্যাব পরিচয়ে অপহরণ হওয়া ব্যাক্তি উদ্ধার, অপহরণ চক্রের এক সদস্য আটক

মোট দেখেছে : 2,134
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ছবি প্রতিনিধি

ফয়সাল হোসাইন সনি, বগুড়া 

বগুড়ায় র‍্যাব পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া ফেরদাউস সরকারকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ১ জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার ১৩ ডিসেম্বর বগুড়া সদরের জহুরুল নগর এলাকা থেকে ফেরদাউস সরকারকে র‍্যাব পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। 

ঘটনার পড় ফেরদাউস সরকারের স্ত্রী মাহাবুবা বেগম (১৯) বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

অপহরণকৃত ফেরদাউস সরকার (২৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের মৃত হাবিল সরকারের ছেলে। অপহরণকৃত ফেরদাউস সরকার বগুড়া সদর থানাধীন জহুরুল নগর মদিনা মসজিদ সংলগ্ন ৫তলা মেসে থেকে সরকারি শাহ সুলতান কলেজে অনার্স শেষ বর্ষে পড়াশোনা করেন।

১৩ ডিসেম্বর রাত্রি আনুমানিক ২ টার সময় ফেরদাউস সরকারের মেসে অজ্ঞাতনামা ৫/৬ জন্য ব্যক্তিরা র‍্যাবের পরিচয় দিয়ে ফেরদাউস সরকারকে তুলে নিয়ে যান। পড়ে ফেরদাউস সরকারের স্ত্রী মাহবুবা বেগমের কাছে ফেরদাউস সরকারের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন দিয়ে ৭লক্ষ টাকা মুক্তিপণ চান। অপহরণকৃত ফেরদৌস সরকারের স্ত্রী টাকা না দিতে চাইলে তার স্বামী ফেরদাউস সরকারকে মারধর শুরু করেন অপহরনকৃতরা। পড়ে মাহবুবা বেগম বাধ্য হয়ে বিকাশ এবং ব্যাংক একাউন্টে প্রায় তিন লক্ষ টাকা দেন।

এ ঘটনায় অপহরণকৃত ফেরদাউসের স্ত্রী মাহবুবা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

আজ শনিবার ১৪ ডিসেম্বর আনুমানিক ৭ টার সময় নরসিংদীর মাধবদী উপজেলা থেকে ফেরদাউস সরকারকে উদ্ধার করা হয়। 

এ অপহরণের ঘটনায় অপহরণ চক্রের সদস্য বিকাশে টাকা নেয়া একজন মহিলাকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে বগুড়া সদর থানার পুলিশ সদস্যরা।

এ অপহরণের ঘটনায় আরও বিস্তারিত জানার জন্য পাঠকদের আমাদের সংগে থাকার জন্য অনুরোধ করা হলো।

আরো দেখুন

সর্বশেষ ফটো