বগুড়ায় সমন্বয়ককে ধর্ষণ করার হুমকি দিয়ে চিরকুট!

মোট দেখেছে : 1,966
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ছবি সংগৃহীত

ফয়সাল হোসাইন সনি, বগুড়া 

বগুড়ায় সমন্বয়ককে ধর্ষণ করার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এমন এক চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিডি পোস্ট অনুসন্ধান চালালে। অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পাবলিক গ্রুপে একটি চিরকুট দেখা যায়। আর তাতে লেখা রয়েছে" ম্যাডাম প্রস্তুত আছেন তো? এত ভয় আন্দোলনে কোথায় ছিলো? একা কি একদিনো আসবেন না? সঙ্গী আর কতদিন? এরপর সঙ্গীতো হব আমরা, তৈরি থাকেন, প্রতিরাতে নতুন নতুন সঙ্গী পাবার জন্য। পারলে একা শহরে পা রাইখেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু " ওপর আরেকটি চিরকুটে লেখা রয়েছে তৈরি থাকেন। 

এই চিঠি পাবার পড় বিডি পোস্ট অনুসন্ধান শুরু করলে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আতংকে তারা তাদের পরিচয় সামনে আনতে চাচ্ছেন না। তাই তাদের ছদ্মনাম দিয়ে বিডি পোস্ট সংবাদটি প্রকাশ করেছে।

জানা যায় বগুড়া শাজাহানপুর থানাধীন কৈগাড়ি এলাকার এলাকার-ছদ্মনাম হামিদুল ইসলামের মেয়ে খাদিজা আক্তারের বাড়ির বারান্দায় চিরকুট কেবা কারা ওই চিরকুটটি রেখে যায়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় বসবাসরত ওই মেয়ে সমন্বয়কের ছোট ভাই। 

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শাকিব খান বলেন, ইতিমধ্যেই আরও একটি সমন্বয়েকের বাড়ির দেয়ালে লিখে হত্যার হুমকি দিয়েছেন। আমরা মনে করি বগুড়ার প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন। তাই এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এখনই যদি এই বিষয়গুলো'র ব্যবস্থা না নেয়া হয় তাহলে সামনে সমন্বয়কদের জন্য বড় বিপদ হানা দেবে। 

বিষয়টি নিয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিডি পোস্টকে বলেন, বিষয়টি আমার জানা নাই আমি জানলাম আমি ওই এলাকায় আমার অফিসারদেরকে পাঠাবো। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

আরো দেখুন

সর্বশেষ ফটো