বগুড়ায় ইতিহাস চর্চার আন্তর্জাতিক সম্মেলন শীর্ষক প্রস্তুতিসভা

মোট দেখেছে : 215
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বগুড়া

মোঃ এমদাদুল হক রনি বগুড়া।

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার ঐতিহাসিক গুরুত্বকে বিশ্বময় ছড়িয়ে দিতে কনভেনশন সফল করার লক্ষ্যে নানা সিদ্ধান্ত গৃহীত হয়। 

সোমবার (৬ অক্টোবর) রাতে টিএমএসএস মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। সঞ্চালনা করেন বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার। 

বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র এডভোকেট একেএম মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) নাসিমুল গনি, ডা. এএইচএম মশিহুর রহমান, বগুড়া সরকারি ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আদনান আরিফ সালিম, সাদুল্ল্যাপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সাহিদুর রহমান, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান পিএইচডি। 

সভাপতির বক্তব্যে নওগাঁ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ড. হাছানাত আলী বলেন, ইতিহাস চর্চা শুধু অতীত খুঁজে দেখা নয়, এটি জাতির আত্মপরিচয়ের সেতুবন্ধন। সম্মেলনের মাধ্যমে বগুড়াকে জাতীয় ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত ও পরিচিত করতে চাই। 

উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম রাজিউল্লাহ, সহ-সভাপতি ও বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, জিয়াউর রহমান, বগুড়া বার সমিতির সভাপতি এডভোকেট আতাউর রহমান খান মুক্তা, নোয়াখালী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. শিবলুর রহমান, বগুড়া চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মাদ সাইরুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, আর্কিটেক্ট কাজী হাসিম মাহমুদ, সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, ড. সাকিল আহম্মেদ, অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, অধ্যাপক আফজাল হোসেন জেমস, আসাদুল হক কাজল, সাহানা ইউসুফ রুশী, এডভোকেট চৌধুরী রওশন জাহান, ইসরাফিল হোসাইন, হাসানুজ্জামান মোহাম্মদ ইদরিস, ফজলুল হক, মুহাম্মদ মুমিনুল ইসলাম, এডভোকেট আজাদ হোসেন তালুকদার, মাসুম আওরঙ্গজেব, জাহেদুর রহমান জাহিদ, অধ্যাপক আব্দুল লতিফ, মৌসুমী আক্তার, মাজেদুর রহমান, রাশেদুল হাসান, মাসুদ রানা প্রমুখ। 

বক্তারা বলেন, ইতিহাস চর্চার আন্তর্জাতিক সম্মেলনকে সফল ও ঐতিহাসিক করে তুলতে সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

আরো দেখুন

সর্বশেষ ফটো