সুমন'স টিউটোরিয়াল হোমের মডেল টেস্টের পুরস্কার বিতরণ ও ক্লাস পার্টি

মোট দেখেছে : 92
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বগুড়া

স্টাফ রিপোর্টার:

বগুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো সুমন'স টিউটোরিয়াল হোমের আয়োজনে মডেল টেস্টের পুরস্কার বিতরণ ও ক্লাস পার্টি। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় সৃষ্টি হয় এক অনন্য উৎসবমুখর পরিবেশ।

সুমন'স টিউটোরিয়াল হোমের পরিচালক সুমন হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী শাহ সুলতান কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম জোয়ারদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন 

আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একিউএম ইকবাল, রিপন টিউটোরিয়াল হোমের পরিচালক রিপন সাহা, এ-ওয়ান ম্যাথ কেয়ারের পরিচালক এনামুল হক, আশিক ক্রিয়েটিভ ম্যাথের পরিচালক আশিকুর রহমান আশিক, সৌরভ ইংলিশ টিউটোরিয়াল হোমের পরিচালক সৌরভ সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, টিউটোরিয়ালের প্রশিক্ষকবৃন্দ,  অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান কালে প্রধান অতিথি বলেন, তোমাদের আজকের এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এটিই শেষ নয় বরং একটি নতুন পথচলার শুরু। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম এবং সততা ধরে রাখতে পারলেই ভবিষ্যতে বড় বড় সাফল্য অর্জন সম্ভব। জ্ঞানই মানুষের প্রকৃত শক্তি আর সেই জ্ঞানের আলো তোমাদের জীবনকে আলোকিত করবে। মনে রেখো শুধু পরীক্ষার জন্য পড়াশোনা নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে জ্ঞানকে কাজে লাগাতে হবে। দেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই গড়ে উঠবে। তিনি আয়োজক কারীদের উদ্দেশ্যে বলেন, এমন আয়োজন শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করে না, বরং তাদের ভবিষ্যৎ সাফল্যের পথও সুগম করে।

অতিথিদের বক্তব্যের পর শুরু হয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মডেল টেস্টে সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবং পুরস্কার বিতরণের পর অনুষ্ঠিত হয় ক্লাস পার্টি। শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নাচ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

সুমন'স টিউটোরিয়াল হোমের পরিচালক সুমন হাসান জানান, আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু বইভিত্তিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের মানসিক, সাংস্কৃতিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করা। আজকের এই অনুষ্ঠান সেই প্রচেষ্টারই অংশ। আমরা চাই তারা পড়াশোনার পাশাপাশি আনন্দঘন পরিবেশে বেড়ে উঠুক যাতে ভবিষ্যতে তারা আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে আমরা তাদের সাফল্যকে স্বীকৃতি দিচ্ছি এবং অন্যদেরও উদ্বুদ্ধ করছি। আশা করি এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে দারুণ সাড়া পড়ে এবং অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে ওঠে।

আরো দেখুন

সর্বশেষ ফটো