হিরো আলমের ‘হার্ট অ্যাটাক’ গুজব: চিকিৎসকরা বলছেন হার্টে কোনো সমস্যা নেই

মোট দেখেছে : 146
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বগুড়া

বিডি পোস্ট ডেস্ক:

বগুড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে নিয়ে সামাজিক মাধ্যমে ‘হার্ট অ্যাটাক’ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও ঘনিষ্ঠজনেরা এ দাবি করলেও চিকিৎসকদের মতে, তার হৃদযন্ত্রে কোনো সমস্যা পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে হিরো আলমের সহকর্মী সেলিম জানান, বর্তমানে তিনি বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন।

এর আগে, বুধবার বিকেল ৪টা ২৭ মিনিটে হিরো আলমের ফেসবুক আইডিতে পোস্ট করা হয় ‘হার্ট অ্যাটাক' করেছে হিরো আলম। পরদিন সকাল ১০টা ৩৫ মিনিটে হাসপাতালের বেডে শোয়া তার তিনটি ছবি পোস্ট করে লেখা হয়, অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক করে সিঁড়ি থেকে পড়ে গেছেন, পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে টিএমএসএস মেডিকেলে স্থানান্তর করা হয়। ওই পোস্টে সবার কাছে দোয়া চাওয়া হয়।

সেলিম আরও জানান, হিরো আলমের আগে থেকেই হৃদরোগের সমস্যা ছিল। বুধবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে সিঁড়ি দিয়ে পড়ে গেলে প্রথমে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়, পরে টিএমএসএস মেডিকেলে নেওয়া হয়। রাতে তিনি কথা বলতে পারছিলেন না, তবে বর্তমানে কিছুটা ভালো আছেন এবং নাকে লাগানো অক্সিজেন টিউব খুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান হিরো আলম বুকে ব্যথা নিয়ে আসেন, তবে প্রাথমিক পরীক্ষায় হার্টে কোনো সমস্যা ধরা পড়েনি। এরপর তাকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য মেডিসিন বিভাগে পাঠানো হয়, কিন্তু তিনি মাঝপথেই হাসপাতাল ছেড়ে যান।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসক শাহ আলম বলেন, ইসিজি ও ইকোসহ সব পরীক্ষা করার পর হৃদরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন হিরো আলমের হার্টে কোনো সমস্যা নেই। তবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বর্তমানে মনোরোগ বিশেষজ্ঞ ডা. মামুন আলম মুজাহিদের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে স্ত্রী রিয়া মনির ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে ফেসবুকে পোস্ট করেন হিরো আলম। এর জেরে রিয়া মনি তাকে তালাকের ঘোষণা দেন। মঙ্গলবার বিকেলে ফেসবুকে আত্মহত্যার হুমকিও দেন তিনি। গত জুলাই মাসেও তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

আরো দেখুন

সর্বশেষ ফটো