বগুড়া পৌরসভার ৪০২ কোটি টাকার বাজেট ঘোষণা

মোট দেখেছে : 360
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

বগুড়া

স্টাফ রিপোর্টার:

আগামী ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ ৪০২ কোটি ৪ লাখ ১৭ হাজার ৬৬৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা।

সোমবার পৌরসভা মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো: শাহজাহান আলম

এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর সভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, হিসাব রক্ষণ কর্মকর্তা ইকবাল হোসন, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, রুহুল কুদ্দুস ডিলু, অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ, ইকবাল হোসেন রাজু প্রমুখ।

বাজেট বক্তব্যে পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম বলেন, বাজেটে নতুন কর আরোপ করা হয়নি। আশা করি শিগগিরই সিটি করপোরেশন ঘোষণা হবে। এরপর বাজেট সংশোধন করা হবে। একইসাথে বিদায়ী অর্থ বছরের সংশোধিত বাজেট ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মাসুম আলী বেগ বলেন, বগুড়া পৌরসভা অচিরেই সিটি করপোরেশন হচ্ছে। প্রায় ৭০ বর্গকিলোমিটার আয়তন ও ১০ লাখ মানুষের বসবাস এ পৌরসভায় ময়লা-আবর্জনা অপসারণ একটি চ্যালেঞ্জিং কাজ। তাই আগামী অর্থবছরে পিপিপি এর মাধ্যমে পরিচ্ছন্ন নগরী গড়ার পরিকল্পনা রয়েছে, পৌরসভা পরিচালনায় সকলের সহযোগিতা চাই।

আরো দেখুন

সর্বশেষ ফটো