বগুড়া
বগুড়ার পৌরপার্কে যুবককে ছুরিকাঘাত, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি





স্টাফ রিপোর্টার:
আজ সোমবার (২৩ জুন) দুপুরে বগুড়া শহরের পৌরপার্কে এক যুবক ছু*রিকাঘা*তের শিকার হয়েছেন। আহত যুবকের নাম মোঃ আরিফ (২২)। তিনি শহরের খান্দার সোনারপাড়া এলাকার বাসিন্দা এবং জাহিদ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে পৌরপার্ক এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা হঠাৎ তাকে ছু*রিকা*ঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতের অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ করছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার একজন কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।